Tuesday, February 28, 2017

কাশ্মীরের ভ্রমণগল্প আর আঁকা নিয়ে বই 'আহ! কাশ্মীর'

২০১৫ সালে বেড়াতে গিয়েছিলাম ভূ-স্বর্গ কাশ্মীরে। সেই ট্যুরের গল্প আর স্কেচ নিয়ে এবারের অমর একুশে বইমেলায় এসেছে আমাদের দুজনের জয়েন্ট ট্র্যাভেলগ- 'আহ! কাশ্মীর'। বইটি প্রকাশ করেছে 'আদর্শ প্রকাশনী'। বইমেলার পরে পাওয়া যাবে এই ঠিকানায়-
আদর্শ প্রকাশনী
২৮ কনকর্ড এম্পোরিয়াম (আন্ডারগ্রাউন্ডে) ২৫৩-২৫৪,
ড. কুদরত-ই-খুদা রোড,
কাঁটাবন, ঢাকা।

(বইটির প্রথম সংস্করণে প্রচুর প্রকাশনাজনিত ভুল থাকায় ৭দিনের মাথায় রিপ্রিন্ট করতে হয়েছে। কেনার সময় তাই 'পরিমার্জিত সংস্করণ' লেখা দেখে কিনলে ভাল হয়। প্রকাশকের পেশাদারিত্ব নিয়ে আমরা চূড়ান্ত হতাশ!)


No comments:

Post a Comment