Saturday, August 1, 2020

লঙ্কাকাণ্ড

কথায় আছে গরীবের ঘোড়ারোগ, আমাদের হয়েছে ‘ঘোরারোগ’। সময় সুযোগ পেলেই খুচরো ভাংতি সম্বল সব কম্বলে মুড়ে বেড়িয়ে পড়ি যতদূর যাওয়া যায়। যা দেখি তাতেই বিস্মিত হই। মনে হয় যা দেখেছি লিখে ফেলি, তাতে কারো কিছু এসে যায় না তা জেনেও তাই টুকটাক লিখে ফেলা, আর সেই লিখে ফেলা থেকেই ধীরে ধীরে দ্বিতীয় বইটাও হয়ে গেল। আমাদের যৌথ ভ্রমণের প্রথম বই ‘আহ্ কাশ্মীর’ পড়ে যারা যারা পরেরটাও লিখবার জন্যে উস্কানীমূলক কথাবার্তা বলেছেন এই বইয়ের প্রেরণা তাঁরাই।
মালদ্বীপ ও শ্রীলংকা ভ্রমণের বইটিতে সবাইকে স্বাগতম। বের হয়েছে এবছরের একুশে বইমেলায়।
অনলাইনে কিনতে চাইলে ক্লিক করুন এখানে

No comments:

Post a Comment